Mamata Banerjee: ধূপগুড়ি স্বীকৃতি পেল মহকুমা হিসাবে,নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানালেন মুখ্য়মন্ত্রী। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: ধূপগুড়ি (Dhupguri) স্বীকৃতি পেল মহকুমা হিসাবে,নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানালেন মুখ্য়মন্ত্রী (Mamata Banerjee)। 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে অবশেষে মা-মাটি-মানুষের সরকার ধূপগুড়ির মানুষের বহুদিনের দাবি পূরণ করতে সমর্থ হয়েছে' ।'উপনির্বাচনের ফল ঘোষণার পরেই ধূপগুড়িতে মহকুমা বানানোর কাজ শুরু হয়েছিল'। '১২ অক্টোবার আমি নিজেই জানিয়েছিলাম যে বিধানসভায় প্রস্তাব পাস হয়েছে'। 'আজ ধূপগুড়ি মহকুমা হিসাবে স্বীকৃতি পেল'। 'এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, আইনি ব্যবস্থার মতো প্রয়োজনীয় বহু ক্ষেত্রে বাসিন্দাদের সুযোগ-সুবিধা বাড়বে'। 'সরকারি বিভিন্ন প্রকল্প এবং পরিষেবার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে'। ABP Ananda Live
Continues below advertisement