Morning Headlines: ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণের আয়োজন রাজভবনের, এলেনই না জয়ী তৃণমূল প্রার্থী

Continues below advertisement

West Bengal Politics: মিস্ট্রি এখন হিস্ট্রি বলার একদিন কাটার আগেই ফের সংঘাত। হঠাৎ ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণের আয়োজন রাজভবনের। এলেনই না জয়ী তৃণমূল প্রার্থী। 

CV Anand Bose:  সাংবিধানিক অধিকারেই রাজ্যপালের পদক্ষেপ, পাল্টা দাবি বিজেপির। 

Bratya Basu:  রাজ্যপালকে এবার কবি কটাক্ষ শিক্ষামন্ত্রীর। কামার বা কুমোরের নয়, এই কবি রাজার বলে আক্রমণ। বামেদের দাবি তৃণমূলের মুখে, পাল্টা খোঁচা বিজেপির।

Bratya Basu: ফের ব্রাত্যর নিশানায় রাজ্যপালের নিয়োজিত উপাচার্য। এত তাড়াহুড়ো কেন? পাল্টা রবীন্দ্রভারতী-প্রেসিডেন্সির উপাচার্য। 

VC Controversary: রবীন্দ্রভারতীর পর এবার যোগেশচন্দ্র কলেজ! শাসকদলের মদতে দৌরাত্ম্যের অভিযোগে ভিআরএস চান অধ্যক্ষ। না পালিয়ে সমস্যা মেটান, পাল্টা টিএমসিপি। 

Jadavpur University: পড়ুয়াদের একাংশের আচরণে একমাসেই বীতশ্রদ্ধ যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য! চক্রান্ত করে কার্যত র‍্যাগিংয়ের অভিযোগ। নিয়োগকর্তাই বুঝবেন, কটাক্ষ শিক্ষামন্ত্রীর। 

Jadavpur University:  ছাত্রমৃত্যুর প্রায় দেড়মাসের মাথায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসছে সিসি ক্যামেরা। মোট ২৯টি অত্যাধুনিক ক্যামেরা বসানোর সিদ্ধান্ত। তৈরি হচ্ছে সার্ভার রুম।

Mamata Banerjee: স্পেন, দুবাই সফর সেরে বাংলায় ফিরলেন মুখ্যমন্ত্রী।

Hoogly News: হুগলি জুড়ে এক ফ্লেক্সে মমতা-সেলিম, অধীর-অভিষেক, নিচে লেখা ইনকিলাব-জয় বাংলা! চক্রান্তের সন্দেহ সেলিমের। মানতে নারাজ তৃণমূল-বিজেপি। 

Dengue:আরও আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। যাদবপুরেরই কিশোরীর মৃত্যু। ৭দিনে আক্রান্ত সাড়ে ৭ হাজারেরও বেশি। সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপরেই কলকাতা। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram