Diamond Harbour News: সিপিএম এজেন্ট সেজে বুথে বসেছেন স্থানীয় তৃণমূল নেতা, ডায়মন্ড হারবারে অভিযোগ বাম নেতার
Continues below advertisement
সিপিএম এজেন্ট সেজে বুথে বসেছেন স্থানীয় তৃণমূল নেতা। এমনই অভিযোগ তুললেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতীকউর রহমান। আটকৃষ্ণ রামপুর গ্রামের ঘটনা। সিপিএম প্রার্থীর অভিযোগ, তাঁর এজেন্ট সোমনাথ বাগ গতকাল আক্রান্ত হন। সেই কারণে আজ সকালে বুথে আসতে দেরি হয়। সেই সুযোগে সিপিএমের এজেন্ট সেজে বুথে বসে পড়েন স্থানীয় তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর। নির্বাচন কমিশনে বিষয়টি জানান প্রতীকউর। সব জেনেও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী।
Continues below advertisement
Tags :
Election Commission Diamond Harbour Lok Sabha Election CPM News Election Commission TMC News Election 2024 CPIM News