Abhishek Banerjee:'আধার লিঙ্কের নামে টাকা নিচ্ছে কেন্দ্র, রাজ্য লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা দিচ্ছে'

ABP Ananda LIVE: ডায়মন্ড হারবারের (diamond Harbour) উন্নয়ন আটকাতে পারেনি কেন্দ্রীয় সরকার'(Central Government)। '১০ বছরে ৫ হাজার ৫৮০ কোটির টাকার কাজ হয়েছে ডায়মন্ড হারবারে'। 'তৃণমূল সরকার(TMC) যতদিন আছে, ততদিন কেউ বঞ্চিত হবে না'। 'আধার লিঙ্কের(Adhaar Link) নামে টাকা নিচ্ছে কেন্দ্র, রাজ্য লক্ষ্মীর ভাণ্ডারে (Lakkshir Bhander)হাজার টাকা দিচ্ছে'। 'মোদি নিচ্ছে, আর দিদি দিচ্ছে, আপনি কার সঙ্গে থাকবেন?' 'যত পারে এজেন্সির অভিযান চলুক, আগে মানুষের টাকা ছাড়ুন'। বজবজে চড়িয়াল সেতুর দ্বিতীয় লেনের উদ্বোধন করে হুঙ্কার অভিষেকের ।বজবজের চড়িয়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেতুর দ্বিতীয় লেনের উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola