Diamond Harbour:ডায়মন্ড হারবার মেডিক্যালে ৮ জুনিয়র ডাক্তারকে হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত
P Ananda Live: ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগে। ডায়মন্ড হারবার মেডিক্যালে অবস্থান-বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের একাংশের। থ্রেট কালচার ও প্রশ্নফাঁসের অভিযোগে আগেই হস্টেল থেকে ৮ জুনিয়র ডাক্তারকে বহিষ্কার। পাল্টা অধ্যক্ষের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ হস্টেল থেকে বহিষ্কৃত ৮ জুনিয়র ডাক্তারের। একই দিনে আর জি কর-কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে প্তীকী অনশনে জুনিয়র ডাক্তারদের আরেকাংশ।
নবান্নে বৈঠকের আগে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের লাগাতার আক্রমণ করেই চলেছে তৃণমূল। কখনও সওকত মোল্লা , কখনও অসিত মজুমদার। সোমবার বিকেলেই নবান্নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক । তার আগে আবারও আন্দোলনরত চিকিৎসকদের নাম ধরে ধরে এবার আক্রমণ শানালেন কুণাল ঘোষ। সরাসরি দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নাম করে FIR করার কথা বললেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক।
ফের কুণাল ঘোষের নিশানায় জুনিয়র ডাক্তাররা। বললেন, 'বাম-অতি বামের প্ররোচনায় যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য় জেদে ভেস্তে দিয়ে, স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হলে, বাংলার কোনও রোগীর ক্ষতি হলে, নিকটবর্তী থানায় যেন দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নামে FIR হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তবে কিঞ্জল নন্দ-র বিরুদ্ধে করবেন না। কারণ, ও ওদের সঙ্গে থাকলেও সূত্রের খবর বিশৃঙ্খলায় সহমত নয়। নবান্নে বৈঠকের আগে ফের জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন কুণাল ঘোষ।