Dibyendu Barua: দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমিতে শুরু হল ফিডে রেটিং চেস টুর্নামেন্ট

Continues below advertisement

শহরে ফের দাবার আসর। শুক্রবার দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমিতে শুরু হল ফিডে রেটিং চেস টুর্নামেন্ট। শুরু মস্তিষ্কের লড়াই, স্ট্র্যাটেজির যুদ্ধ। এ-বছর টুর্নামেন্ট পা দিল ৩ বছরে। সারা দেশের মোট ১৮৮ জন প্রতিযোগী অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। সমস্ত বিভাগেই জোরদার চৌষট্টি খোপের লড়াই।  

টুর্নামেন্টের উদ্বোধনে হাজির ছিলেন ইংলিশ চ্যানেলজয়ী সাঁতারু বুলা চৌধুরী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram