Jyotipriya Mallick: SSKM হাসপাতালে বসে চিঠি কি জ্যোতিপ্রিয় মল্লিকই লিখেছিলেন? জেরায় স্বীকারোক্তি
এসএসকেএম হাসপাতালে বসে চিঠি কি জ্যোতিপ্রিয় মল্লিকই লিখেছিলেন? ইডি-র দাবি, জেরায় চিঠি লেখার কথা স্বীকার করেছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী। ইডি সূত্রে খবর, এবার সেই চিঠির লেখা আর জ্যোতিপ্রিয়র হাতের লেখা মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় এজেন্সি। হাতের লেখা মেলাতে তারা হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে। হাসপাতালে চিঠি লেখার কথা স্বীকার করলেও, পরে বয়ান বদলাতে পারেন জ্যোতিপ্রিয়, আশঙ্কা ইডি-র। তাই হাতের লেখা মিলিয়ে তথ্য প্রমাণ নিজেদের হাতে রাখতে চায় ইডি, খবর সূত্রের।