Bayron Biswas:সাগরদিঘি কাঁটার অস্বস্তিতেই কি 'প্রতিশোধ' নিল তৃণমূল কংগ্রেস? প্রশ্ন রাজনৈতিক মহলে
সাগরদিঘি জিতিয়েছিল বায়রনকে। আর বায়রন বিশ্বাস হারিয়ে দিলেন সাগরদিঘিকেই। দলবদলের খেলার কাছে তুচ্ছ হয়ে গেল জনতার মতামত। সাগরদিঘি কাঁটার অস্বস্তিতেই কি 'প্রতিশোধ' নিল তৃণমূল কংগ্রেস? প্রশ্ন তুলছে সংশ্লিষ্ট মহল।