Jagannath Tempele: দিঘায় জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকন, কী বললেন রাধারমণ দাস?

Continues below advertisement

ABP Ananda Live:  'আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমণ দাসকে দেখে', কোন প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর? 'মোদির কৃতিত্ব ধামাচাপা দিতে পাল্টা মন্দির তৈরি মমতার', আক্রমণ শুভেন্দুর। 'আমাদের তো ধর্মীয় সংগঠন চালায়।  যেখানেই আমরা ভগবানের সেবা করতে পারি সেখানেই আমরা উপস্থিত হয়।', বললেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। 

আরও খবর, ফের প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা। TRAI ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ,  ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স (IVR) কলের মাধ্যমে অভিযোগকারিণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। ইলেকট্রনিক ডেটা অ্যানালিসিস করে টাওয়ার লোকেশন মিলিয়ে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের ২ বাসিন্দাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ। ধৃত ধনজি জগন্নাথ শিন্দে ও বিনোদ কোনদিবা পাওয়ারের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি মোবাইল ফোন ও প্রি-অ্যাক্টিভেটেড সিম। চক্রের জাল কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram