Digha Kolkata Bus: অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে বন্ধ দিঘা-কলকাতা সরকারি বাস
অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে বন্ধ দিঘা-কলকাতা সরকারি বাস। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের ডিপো বন্ধ রেখে অবস্থানে বসেছেন অস্থায়ী কর্মীরা। হয়রানির শিকার পর্যটকরা। দাবি না পূরণ হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন INTTUC। তানিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
Tags :
Digha Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Digha Bus Digha To Kolkata