Digha Tourism: নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক হতেই পর্যটকশূন্য দিঘা-তাজপুর, হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকদের

Continues below advertisement

করোনা আবহে পর্যটক শূন্য দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর। এই পরিস্থিতিতে হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন হোটেল মালিকরা। ব্যবসায় মন্দা ও আর্থিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিতে চলেছেন তাঁরা। হোটেল মালিক সংগঠনের অভিযোগ, করোনা আবহে ডবল ডোজ সার্টিটিফিকেট অথবা আরটিপিসিআর (RTPCR) টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক হওয়ায় পর্যটকদের ভিড় অনেকটাই কমে গেছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ খরচ ও কর্মীদের বেতন বাবদ টাকা মেটাতে গিয়ে সমস্যায় পড়ছেন হোটেল মালিকরা। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মেনে ৫০% পর্যটকদের হোটেলে রাখতে বলা হয়েছে। অভিযান চালিয়ে দেখা যায় কোনও কোনও হোটেলে ১০০% পর্যটক রয়েছে। পাশাপাশি হোটেলের রেজিস্টারে কারচুপির ঘটনাও নজরে এসেছে বলে দাবি জেলা শাসকের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram