Dilip Ghosh: 'বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না', নাম না করে অনুব্রতকে কটাক্ষ দিলীপের

Continues below advertisement

‘এখন সুদ জমছে, একসময় সব হিসেব হবে। তৃণমূল নেতাদের সব হিসেব দিয়ে যেতে হবে। একজন মন্ত্রী গিয়ে বললেন, বাঘ নাকি খাঁচায় আছে। বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না। দিল্লি গেলেই টের পাবেন ওখানকার রুটি আর চা কেমন। দিল্লি গেলে হয়ত ১১০ কেজি ওজন ৭৫ কেজি হয়ে আসবে’, নাম না করে অনুব্রতকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির, নাম না করে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ দিলীপ ঘোষের।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram