Dilip on Mamata : উনি হতাশ, ইডি-সিবিআইয়ের দুঃস্বপ্ন দেখছেন, মমতাকে জবাব দিলীপের
"উনি হতাশ। ইডি-সিবিআইয়ের দুঃস্বপ্ন দেখছেন। তাঁর অন্যান্য নেতারা যা কাজকর্ম করছেন, যে ধরনের কথা বলছেন, এর থেকে বোঝা যায় খুবই হতাশ, ভীত ওঁরা।" মমতাকে এখহাত দিলীপ ঘোষের। আজ নজরুলমঞ্চের অনুষ্ঠান থেকে মমতা বলেন, "চায়ে পে চর্চা হোনেসে বাত নেহি হোতা। ইদানিং লক্ষ্য করছি, নিজস্ব মতামত দিলেও, নানারকম বিকৃতি করা হচ্ছে। পাপ্পু দ্য গ্রেটরা যখন যা ইচ্ছে, তখন তাই বলে।"
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News DILIPGHOSH MAMATABANERJEE