Dilip Ghosh: 'যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে', আক্রমণ দিলীপ ঘোষের
ABP Ananda LIVE: 'যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে। এই দুর্ঘটনার দায় কে নেবে? টাকা দিলেই হয়ে যাবে। এই সরকারের হাতে আর কিছু নেই, কিছু করতেও পারবে না ওরা, এইভানেই চলতে থাকবে', ফের আক্রমণ দিলীপ ঘোষের।