Dilip Ghosh: 'কানের নীচে একটা থাপ্পড় মারব, ৭ দিন শুনতে পাবে না', হুঙ্কার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের
ABP Ananda LIVE: মেদিনীপুরে (Medinipur)মুখোমুখি বিজেপি(BJP) ও তৃণমূল(TMC)। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনা, হুঙ্কার দিলীপ ঘোষের (Dilip Ghosh)। 'জুন মালিয়াদের বলে দিচ্ছি, এভাবে ভোট করবেন ভাবলে, আমরা কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব'। 'কানে দুল পরে যারা চেঁচাচ্ছে, দিলীপ ঘোষ তাদের ভয় পায় না'। 'কানের নীচে একটা থাপ্পড় মারব, ৭ দিন শুনতে পাবে না'। অনেক কুকুরকে মুগুর দিয়ে সিধে করেছি, হুঙ্কার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।