Dilip Ghosh: রাজ্যপালের বাংলায় 'হাতেখড়ি'কে এবার তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের | Bangla News
রাজ্যপালের বাংলায় 'হাতেখড়ি'কে এবার তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। 'এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না। যে কিছু জানে না, তাঁরই হাতেখড়ি হয়। যিনি সব জেনে গেছেন, তাঁর হাতেখড়ি হয় না। রাজ্যপাল অন্যের বুদ্ধিতে পরিচালিত হচ্ছেন। রাজ্যপালের পদের গরিমা আছে, এইসব ছোটখাটো বিষয়ে না জড়ানো উচিত। আশা করব ভবিষ্যতে রাজ্যপালের পদের মর্যাদা রক্ষা করবেন', মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।