TMC vs BJP : 'লড়াই দূর অস্ত, বিরোধীদের ভোটে অংশগ্রহণই করতে দেওয়া হচ্ছে না', TMC-র দিনহাটা পুরসভা দখল নিয়ে দাবি দিলীপ ঘোষের | Bangla News

এবার দিনহাটা পুরসভা দখল তৃণমূলের (TMC)। সাঁইথিয়া, বজবজের পর এবার দিনহাটা (Dinhata)। ভোটের আগেই ৩ পুরসভা দখল তৃণমূলের। দিনহাটায় ১০টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী। ১৬টির মধ্যে ১০টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী।

এই ঘটনাকে কটাক্ষ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "পশ্চিমবঙ্গকে বিরোধীশূন্য করার যে চক্রান্ত বা পরিকল্পনা তা পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা বুঝেছি। বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, লড়াই করা তো পরের কথা। এখানে গণতন্ত্র ফ্যাশন হয়ে গিয়েছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola