Dilip Ghosh: 'মাওবাদী সমস্যার নামে কেন্দ্রের কাছ থেকে নেওয়া টাকা যায় পাটি ফান্ডে', কটাক্ষ দিলীপের।Bangla News
Continues below advertisement
জঙ্গলমহলজুড়ে মাও আতঙ্ক। রোজই মিলছে নতুন নতুন পোস্টার। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘কিছুই মাওবাদী নয়, কিছু একটা ইস্যু করতে হবে, খবর করতে হবে মানুষের দৃষ্টি ঘোরাতে হবে তাই এই মাওবাদী গল্প। গত দু-তিন বছরের মধ্যে কোন মাওবাদী আক্রমণ, ক্ষয়ক্ষতি বা হত্যা হয়েছে কী? নেই তো মাওবাদী শেষ। কেন্দ্রের কাছ থেকে টাকা চাই বলে এই মাওবাদী গল্প’। ‘সেই টাকার কিছুই খরচা হয় না, চলে যায় পার্টি ফান্ডে’।
Continues below advertisement
Tags :
Dilip Ghosh ABP Ananda Maoist ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ দিলীপ ঘোষ Jangalmahal BJP News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Dilip Ghosh Bjp দিলীপ ঘোষ মাওবাদী জঙ্গলমহল Abp Ananda Bjp