Dilip Ghosh: 'মাওবাদী সমস্যার নামে কেন্দ্রের কাছ থেকে নেওয়া টাকা যায় পাটি ফান্ডে', কটাক্ষ দিলীপের।Bangla News

Continues below advertisement

জঙ্গলমহলজুড়ে মাও আতঙ্ক। রোজই মিলছে নতুন নতুন পোস্টার। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘কিছুই মাওবাদী নয়, কিছু একটা ইস্যু করতে হবে, খবর করতে হবে মানুষের দৃষ্টি ঘোরাতে হবে তাই এই মাওবাদী গল্প। গত দু-তিন বছরের মধ্যে কোন মাওবাদী আক্রমণ, ক্ষয়ক্ষতি বা হত্যা হয়েছে কী? নেই তো মাওবাদী শেষ। কেন্দ্রের কাছ থেকে টাকা চাই বলে এই মাওবাদী গল্প’। ‘সেই টাকার কিছুই খরচা হয় না, চলে যায় পার্টি ফান্ডে’।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram