Dilip Ghosh on KLO Poster : 'গুরুত্ব বাড়াতেই এমন কাজ TMC-র', চোপড়ায় KLO-র নামে হুমকি-পোস্টার প্রসঙ্গে Dilip

Continues below advertisement

উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল কংগ্রেস (TMC) নেতাদের উদ্দেশ্য করে কেএলও-র (KLO) নামে হুমকি পোস্টার। পোস্টারের নেপথ্যে বিজেপির হাত থাকার অভিযোগ তুলেছে শাসক দল। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি (BJP)। তৃণমূলের দাবি, কেএলও-র আবার নতুন করে অশান্তি পাকানোর চেষ্টার পিছনে বিজেপির মদত রয়েছে। ?যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে BJP। চিঠি ভুয়ো তা কীভাবে নিশ্চিত হচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)? কেএলও কোনও হুমকি দেয়নি তা কীভাবে জানল বিজেপি? এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, "বিজেপির কাউকে হুমকি দেওয়ার প্রয়োজন নেই। আমরা সংবিধানে বিশ্বাস করি। নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য এই সব করছে তৃণমূল। তাঁদের কাছে সরকার রয়েছে, সত্য জানতে তদন্ত করে দেখুক।

সরকার সবার। কিন্তু সরকারি প্রকল্প নিয়ে পশ্চিম মেদিনীপুরে আমরা ওরার অভিযোগ। শ্বশুরমশাই বিজেপি করেন। তাই বৌমা সরকারি প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে খড়গপুরে। কাঠগড়ায় তৃণমূল (TMC)। অন্তঃসত্ত্বা দুর্গা দাসের দাবি, তাঁর স্বামী কিছু দিন আগে জননী সুরক্ষা যোজনায় নাম লেখাতে যান খড়গপুর দুই নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত পপরআড়া পঞ্চায়েতে। অভিযোগ, গৃহকর্তা বিজেপি (BJP) করেন বলেন ফিরিয়ে দেওয়া হয় দুর্গা দাসের স্বামীকে। যুবকের মুখে কাগজ ছুড়ে মারার অভিযোগও উঠেছে। তৃণমূলের পাল্টা দাবি, এই অভিযোগ মনগড়া। সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগ নিয়ে খড়গপুর দুই নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, বিপিএল (BPL) তালিকাভুক্ত হলেই জননী সুরক্ষা যোজনার সুবিধা মেলে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram