Dilip Ghosh: 'অনেক পুরনো লোক, অনেক তথ্য বেরতে পারে', জ্যোতিপ্রিয়কে জিজ্ঞাসাবাদ নিয়ে আশাবাদী দিলীপ?
যে উদ্দেশ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে সেই প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করা উচিত। অনেক কিছু তথ্য বেরোতে পারে ওখান থেকে। অনেক ভেতরের লোক উনি, অনেক পুরনো লোক! তাই অনেক কিছু তথ্য বেরোতে পারে। জ্যোতিপ্রিয়কে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।