Dilip Ghosh : 'এক জিনিস বগটুইতে হয়েছিল। সরকার কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়?'
'এই ধরনের হত্যাকাণ্ড ও ধংস লীলা আজ নয়। অনেকদিন ধরেই হচ্ছে। বগটুই সহ বীরভূমের একাধিক জায়গায়।' জয়নগরকাণ্ডে ( Jaynagar মুখ খুললেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh)। ' দুষ্কৃতীদের নেতা বানিয়ে উৎসাহ দেওয়া হচ্ছে। তারা যা খুশি করে বেড়াচ্ছে। যারা সরকারি পার্টিতে আছে, তারা সংরক্ষণ পাচ্ছে। আর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এক জিনিস বগটুইতে হয়েছিল। সরকার কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়?'