Dilip Ghosh: পঞ্চায়েত ভোটের আগে ফের বেলাগাম দিলীপ ঘোষ | ABP Ananda Live

Continues below advertisement

Dilip Ghosh On Didir Doot: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ফের বেলাগাম দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 'আপনাদের গ্রামে দিদির দূত (Didir Doot) এলে বাঁশ গাছে বেঁধে রাখুন। ২ দিন দিদির দূতকে (Didir Doot) বেঁধে রাখুন, জল পর্যন্ত খেতে দেবেন না' কালিয়াচকে (kaliachak) প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতির (All India Vice President)। 'কেউ প্রশ্ন করলে গুন্ডা দিয়ে মারধর করছে। এতদিন মানুষকে চোখ দেখাচ্ছিলেন, এখন মানুষই উল্টে চোখ দেখাচ্ছে' হুঙ্কার দিলীপের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram