Dilip Ghosh: ’উনি বাংলার ১০ কোটি লোককেই সামলাতে পারছেন না’, মমতাকে কটাক্ষ দিলীপের।Bangla News

Continues below advertisement

“মানুষের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে তারা কিনে খেতে পারেন, যুগ যুগ ধরে ভোর্তুকি দিয়ে কোন দেশ চলতে পারে না। যারা এই দানছত্র দিয়ে সরকার চালিয়েছেন তাদের জন্যই ভারতবর্ষের অর্থনীতি পিছিয়ে আছে। কাশী গিয়ে দেখে আসুন উন্নয়ন, আইনি ব্যবস্থা কাকে বলে। উনি বাংলার ১০ কোটি লোককেই সামলাতে পারছেন না। রোজ ধর্ষণ খুনের খবর অন্যের দিকে আঙুল তুলে নিজের দোষ ডাকতে যাওয়া মানে নিজের অযোগ্যতা প্রমাণ করা।“ সাংবাদিক বৈঠক থেকে বললেন দিলীপ ঘোষ।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram