DilipGhosh:'আর জি কর মেডিক্যালে ঘুঘুর বাসা,সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়ে যায়',বিস্ফোরক অভিযোগ দিলীপের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'আর জি কর মেডিক্যালে ঘুঘুর বাসা, সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়ে যায় । শান্তনু সেন সব সত্যি বলে দিয়েছেন বলে তাঁকে পদ থেকে সরানো হয়েছে ।', বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের ।
সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়! আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে সিপিরও গ্রেফতারি দাবি! 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই'
'কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পdরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল?' সেমিনার রুমের উল্টোদিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে হেফাজতে নিক সিবিআই', শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান' বলছেন, সুখেন্দুশেখর রায়
২ দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের সন্দীপ ঘোষকে তলব। সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের মেজাজ হারালেন আর জি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ
শুক্র ও শনিবার সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। 'খতিয়ে দেখা হবে সন্দীপ ঘোষের ফোন রেকর্ড। নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতেও চলবে জিজ্ঞাসাবাদ' সেমিনার হলের পাশে দেওয়াল কেন ভাঙা হয়েছিল, জানতে চায় সিবিআই, খবর সূত্রের