Dilip Ghosh : ‘পুলিশের যাওয়ার পরই ঘটনা ঘটেছে যখন পুলিশ তো দোষী আছেই’, আনিস-মামলায় মন্তব্য দিলীপের। Bangla News
Continues below advertisement
আমতার ছাত্রনেতা আনিস খানের বাড়িতে পুলিশি অভিযান আইন মেনে হয়নি। আদালতে একথা স্বীকার রাজ্য সরকারের। অভিযুক্ত পুলিশকর্মীদের শাস্তির প্রয়োজন রয়েছে বলেও আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল। যদিও তাঁর বক্তব্য, আনিসকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে পুলিশ যায়নি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘বেআইনিভাবে পুলিশ অভিযান চালিয়ে ছিল বলে স্বীকার করেছে। লোকটা মারা গেছে এটাও স্বীকার করেছে। একজন জলজ্যান্ত ছেলে মারা গেছে তার জন্য দায়ী কে? পুলিশের যাওয়ার পরই এই ঘটনা ঘটেছে এটা নিশ্চিত। তাহলে পুলিশ তো দোষী আছেই।‘
Continues below advertisement
Tags :
Dilip Ghosh ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ দিলীপ ঘোষ Amta এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Anish Khan Anish Khan Murder Case Anish Khan Death Anish Khan Death Update Howrah Anish Khan Case দিলীপ ঘোষ এবিপি আনন্দ