Dilip Ghosh: কিষাণ মাণ্ডিগুলিতে নেশাড়ুদের আনাগোনা, অভিযোগে সরব দিলীপ

কেন্দ্রের টাকায় তৈরি কিষাণ মাণ্ডিগুলি ঠিক মতো ব্যবহারই করতে পারছে না রাজ্য সরকার। বোলপুরের শ্রীনিকেতন কিষাণ মাণ্ডি পরিদর্শনের পর এই অভিযোগে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে তিনি মাছ বিক্রেতা ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। জিনিসপত্রের দরদাম কী, তা জিজ্ঞেস করেন। পরে তিনি বলেন, এই কিষাণ মাণ্ডিগুলিতে নেশাড়ুদের আনাগোনা বেড়েছে। যদিও তৃণমূল সব অভিযোগই উড়িয়ে দিয়েছে।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola