Tmc News: দিনহাটায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দিনহাটায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল । যুব সম্মেলনে আসন ফাঁকা, শহর তৃণমূল নেত্রীর নিশানায় এলাকারই যুব নেতারা
বৈঠকে যুব নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যের । 'শিবপুজোয় পাঞ্জাবি বিলিতে থাকেন যুব নেতারা, মিটিং-মিছিলে আসেন না'। 'বছরে একবার যুব নেতারা মিটিংয়ে অংশ নিলে ভাল লাগবে'। মিটিংয়ে সকলকে ডাকা হয়নি, পাল্টা প্রতিক্রিয়া জেলা যুব তৃণমূল সভাপতির
আরও খবর..
ABP Ananda LIVE: মুর্শিদাবাদে দাঙ্গা নিয়ে একযোগে বিজেপি-আরএসএসকে নিশানা মুখ্যমন্ত্রীর । শান্তির আবেদন করে বিজেপি-আরএসএসকে আক্রমণে মুখ্যমন্ত্রী । 'হঠাৎ করে বাংলায় খুব আক্রমণাত্মক বিজেপি, সঙ্গী আরএসএস' । 'বাধ্য হয়েই বলতে হচ্ছে কুশ্রী মিথ্যার প্রচার চালাচ্ছে আরএসএস' । একটি দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিপজ্জনক খেলা' । 'দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিভেদের রাজনীতি' । রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন করে অভিযোগ মুখ্যমন্ত্রীর । 'দাঙ্গার পিছনে থাকা দুর্বৃত্তদের দমন করা হচ্ছে, শান্ত থাকুন' । 'আগুনের সঙ্গে খেলা করতে প্রথমে ওরা রামনবমীকে বেছে নিয়েছিল' । 'কিন্তু বাংলায় রামনবমী পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে' । 'দাঙ্গা বাধাতে চায় বিজেপি ও তার সঙ্গীরা' । 'বিজেপি ও তার সঙ্গীদের কথায় বিশ্বাস করবেন না' । আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করে অভিযোগ মুখ্যমন্ত্রীর । জীবনের জ্বলন্ত সমস্যা থেকে নজর ঘোরানোর অভিযোগে বিজেপিকে আক্রমণ