Dipsita Dhar: যারা আমরণ অনশনে বসেছেন, তাঁরা কোনও শখে এখানে বসছেন না, টেট চাকরিপ্রার্থীদের পাশে দীপ্সিতা

Continues below advertisement
অবস্থানে অনড় পর্ষদ, পাল্টা আমরণ অনশনে চাকরিপ্রার্থীরা। ৩১ ঘণ্টা পার, খাবার-জল ফেলে অনশনে প্রাথমিকের টেট চাকরিপ্রার্থীরা। এদিন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর বলেন, "এমন অনেক বিচারাধীন জিনিস থাকে। কিন্তু একজন নাগরিক হিসেবে যখন আমার সরকার, আমার রাষ্ট্র আমার সঙ্গে অন্যায় করে, তখন আমার সংবিধান আমায় সেই অধিকার দিয়েছে। আমি রাস্তায় নামতে পারি, আমার কথা আমি বলতে পারি। যারা আমরণ অনশনে বসেছেন, তাঁরা কোনও শখে এখানে বসছেন না, বাধ্য হয়ে বসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো মা-মাটি-মানুষের মা, তিনি এই সন্তানদের কষ্টটা বুঝুন। পর্ষদ সভাপতি এখন বাড়ির জল খেতে পারছেন না। কয়েকদিন পর জেলে গিয়ে প্রাণ ভরে জল খেতে পারবেন। একটু অপেক্ষা করতে বলুন। সিঙ্গুর আন্দোলনে রাস্তা বন্ধ রেখে কেউ যদি মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে যোগ্যতা রয়েছে এই চাকরিপ্রার্থীরা আন্দোলন করতে পারেন। এবারে লাঠিচার্জ হলে ওঁরা একা মার খাবেন না, আমরাও আছি। দেখি মমতার লাঠির কত জোর।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram