Calcutta High Court : চাকরি-বাতিল মামলায় পর্ষদকে প্রশ্ন ডিভিশন বেঞ্চের

Continues below advertisement

'সিঙ্গল বেঞ্চ তো চাকরি হারাদের নেকড়ের সামনে ছুড়ে ফেলেনি'। ৩২ হাজারের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে মন্তব্য ডিভিশন বেঞ্চের । 'ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে আসতে বলেছে'। কী ব্যাখ্যা দেবেন? চাকরি-বাতিল মামলায় পর্ষদকে প্রশ্ন ডিভিশন বেঞ্চের। 'পরপর অনেকে ইন্টারভিউ-অ্যাপটিটিউড টেস্টে ৯.৫, ১০ পেয়েছে, এটা কী করে সম্ভব? প্রাথমিক পর্ষদকে প্রশ্ন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের । হাজার হাজার প্রার্থী, তাই অনেকে একই নম্বর পেতেই পারে, সওয়াল পর্ষদের । এরা অপ্রশিক্ষিত ছিল বলেই চাকরি বাতিল, না কি অন্য কারণ? প্রশ্ন হাইকোর্টের । 'বাঙালির মেনুতে শেষ পাতে চাটনি থাকে, হাইকোর্টেও দুর্নীতি চাটনির মতো হয়েছে'। 'আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ফাঁসি, এ কেমন রায়?'। হাইকোর্টে পাল্টা সওয়াল চাকরিহারাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। চাটনি পরে হোক, আগে মেনকোর্স শেষ হোক, মন্তব্য বিচারপতির, কাল শুনানি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram