Budget 2025 : 'ডাক্তার হিসেবে স্বাগত জানাচ্ছি', বাজেট নিয়ে কী বললেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাজেটে ক্যান্সার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধ শুল্কমুক্ত করার ঘোষণা। জেলায় জেলায় সরকারি হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার।
মোদি সরকারের বাজেটকে বিহারের বাজেট বলে নিশানা করল তৃণমূল
মোদি সরকারের বাজেটকে বিহারের বাজেট বলে নিশানা করল তৃণমূল। ফের বাজেটে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবসময় লড়াই করার মনোভাব নিয়ে চলা বাংলার সরকার প্রকল্প নিয়ে কী করবে? পাল্টা বক্তব্য সুকান্ত মজুমদারের।
তৃতীয় মোদি সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য কল্পতরু অর্থমন্ত্রী। নতুন আয়কর কাঠামোয় ১২ লক্ষ পর্যন্ত আয় কর মুক্ত। আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে ৭৫ হাজার। বছরে ২৪ লক্ষের বেশি আয়ে ৩০% কর।
নতুন আয়কর কাঠামোয় ১২ লক্ষ পর্যন্ত আয় কর মুক্ত । ১২ লক্ষ পর্যন্ত আয় কর-শূন্য । তৃতীয় মোদি সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ছাড়। আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে ৭৫ হাজার । বছরে ২৪ লক্ষের বেশি আয়ে ৩০% কর। বছরে ১২ লক্ষের আয়ে ৮০ হাজার টাকা সাশ্রয় ।