Student Death: নিউটাউনে চিকিৎসক পড়ুয়া খুন, সুটকেস থেকে উদ্ধার মৃতদেহ, জড়িত সন্দেহে আটক ৪ | ABP Ananda LIVE
নিউটাউনে চিকিৎসক পড়ুয়া খুন, জড়িত সন্দেহে আটক ৪। এক অভিযুক্তর খাটের নীচে রাখা সুটকেস থেকে উদ্ধার হল মৃতদেহ। সেলোটেপ দিয়ে পড়ুয়ার মুখ বাঁধা ছিল, হাত-পা বাঁধা ছিল দড়ি দিয়ে। বেশ কয়েক মাস ধরে ভাড়া থাকতেন সাজিদ হোসেন নামে মালদার ওই যুবক। পুলিশ সূত্রে খবর, ৪ দিন নিখোঁজ ছিলেন সাজিদ। গতকাল বিকেলে নিখোঁজ ডায়েরি করে পরিবার। অভিযোগ, এরপর মুখে সেলোটেপ বাঁধা অবস্থায় সাজিদের ছবি পাঠিয়ে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যদিও পরে সেই ছবি ডিলিট করে দেয় প্রেরক। শুক্রবার ভোররাতে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।