RG Kar Case: 'প্রতিবাদ সাইকেল চালিয়ে করতে পারব না এটা অপরাধ হলে জানতে চাইব', মন্তব্য চিকিৎসকের

ABP Ananda LIVE: চিকিৎসক পুণ্য়ব্রত গুণ ও তমোনাশ চৌধুরীকে ঠাকুরপুকুর থানার নোটিস। ৮ অগাস্ট বিনা অনুমতিতে সাইকেল মিছিলের অভিযোগে নোটিস। একাধিক ধারায় মামলা রুজু ২ চিকিৎসকের বিরুদ্ধে। জাতীয় সড়ক আইন লঙ্ঘনের ধারাতেও মামলা। ২ চিকিৎসক ও তাঁদের ২ গাড়িচালককে থানায় হাজিরার নির্দেশ। আজই হাজিরা দেবেন ২ চিকিৎসক। পুলিশি তলবের প্রতিবাদে ঠাকুরপুকুরে বিক্ষোভ অভয়া মঞ্চের।

 

 

এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ

এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ। কারা 'বিশেষ সুবিধা' পেয়েছেন, কারা পাননি সেটা কীভাবে আলাদা করব? প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। আমরা কোনও 'বিশেষ সুবিধা' পায়নি বলে দাবি করেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের একাংশের আইনজীবী। তখনই বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন যে কারা "বিশেষ সুবিধা" পেয়েছে আর কারা পায়নি সেটা কীভাবে আলাদা করব ? একইভাবে এসএসসি মামলা চলাকালীন বিচারপতি দেবাংশু বসাকও বারবার স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করেছিলেন যে 'যোগ্য-অযোগ্য' আলাদা করা যাবে ? চূড়ান্ত রায়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে, চাল আর কাঁকড় আলাদা করা সম্ভব হচ্ছে না বলে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিতে বাধ্য হচ্ছে ডিভিশন বেঞ্চ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola