Cyber Crime : ট্যাব কিনতে গিয়ে খোয়া গেল ১ লক্ষের বেশি ! প্রতারণার ফাঁদে সরকারি চিকিৎসক

চিকিৎসার প্রয়োজনে ট্যাব (Tab) কিনতে গিয়ে প্রতারণার ফাঁদে সরকারি চিকিৎসক। ৩২ হাজার টাকার ট্যাবের জন্য খোয়া গিয়েছে ১ লক্ষের বেশি। লালবাজারের (Kolkata Police) পাশাপাশি, ব্যারাকপুর কমিশনারেটের দ্বারস্থ হয়েছেন দিঘার (Digha) অঘোরকামিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অয়ন চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, সম্প্রতি ট্যাব কেনার জন্য অনলাইনে অর্ডার দিয়ে ফাঁদে (Online Fraud) পড়েন। কখনও অগ্রিম পেমেন্ট, কখনও ডিসচার্জ বা ট্রান্সপোর্টেশনের নামে দফায় দফায় হাতিয়ে নেওয়া হয় টাকা। ডেলিভারির পর বাড়তি টাকা ফেরত দেওয়া হবে প্রতিশ্রুতিও দেয় ওই সংস্থা। বিশ্বাস অর্জনের জন্য হোয়াটসঅ্যাপে আধার কার্ডের (Aadhar Card) ছবি পাঠায় ডেলিভারি বয়। কিন্তু শেষপর্যন্ত হাতে মেলেনি ট্যাব। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন সরকারি চিকিৎসক। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola