NRS: মায়ের কানের দুল মুখে পুরে বিপত্তি, অস্ত্রোপচার ছাড়াই অসাধ্যসাধন NRS-এর চিকিৎসকদের
Continues below advertisement
খেলাচ্ছলে মায়ের কানের দুল মুখে পুরেছিল একরত্তি শিশু। আটকে যায় শ্বাসনালিতে। অস্ত্রোপচার ছাড়াই অসাধ্যসাধন করলেন এনআরএসের ইএনটি বিভাগের চিকিত্সকরা। প্রাণ বাঁচল ১ বছর ১০ মাসের শিশুকন্যার। নদিয়ার চাকদার বাসিন্দা শিশুর পরিবার। শুক্রবার রাতে কানের দুল বালিশের তলায় রেখে ঘুমোতে যান মা। সকালে খোঁজ মেলেনি একটি দুলের। সেই সঙ্গে শুরু হয় বাচ্চার কান্না আর কাশি। তড়িঘড়ি শিশুকে নিয়ে যাওয়া হয় কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরীক্ষায় দেখা যায়, শিশুর শ্বাসনালির ওপরের অংশে আটকে কানের দুল। শিশুকে নিয়ে আসা হয় এনআরএসে। সেখানেই ইএনটি বিভাগের চিকিত্সকদের তত্পরতায় বিশেষ যন্ত্রের সাহায্যে বের করে আনা হয় দুল।
Continues below advertisement
Tags :
Kolkata News ABP Ananda Nrs ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Nilratan Sarkar Medical Collge Earring