Doctors on Wheel: 'স্ববিরোধিতা', ‘ডক্টর্স অন হুইল’ পরিষেবাকে কটাক্ষ শমীকের | Bangla News

Continues below advertisement

ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় চালু হল ‘ডক্টর্স অন হুইল’ (Doctors on Wheel)। ঠাকুরপুকুর-মহেশতলা ব্লক ও মহেশতলা মাতৃসদন থেকে চালু হল পরিষেবা। ভ্রাম্যমান গাড়িতে রয়েছেন চিকিৎসক, করোনা (Corona) পরীক্ষার ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে ‘ডক্টর্স অন হুইল’ থেকে। এই উদ্যোগকে কার্যত কটাক্ষ করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "এগুলি স্ববিরোধিতা আর দ্বিচারিতা। ডায়মন্ড হারবারে অনেক স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমিত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একদিনের জন্য পরীক্ষা বন্ধ রাখতে হয়েছিল। আগে সেগুলো দেখুন, পড়ে এসব হবে।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram