Adeno Virus: চিকিৎসকরা বলছেন, করোনার মতো রূপ বদলে ভয়ঙ্কর হচ্ছে অ্যাডিনো ভাইরাসও | Bangla News
শিশুদের পাশাপাশি, কি বড়দের শরীরেও বাসা বাঁধছে অ্যাডিনো ভাইরাস? সেই কারণেই কি দীর্ঘদিন কাশির সমস্যায় ভুগছেন অনেকে? উদ্বিগ্ন চিকিৎসকরা। তাঁদের অনেক মতে, ভ্যারিয়েন্ট বদলে শক্তিশালী হচ্ছে অ্যাডিনো। চিকিৎসকরা বলছেন, করোনার মতো রূপ বদলে ভয়ঙ্কর হচ্ছে অ্যাডিনো ভাইরাসও।