Recruitment Scam: অনুব্রতর ছকেই কালো টাকা সাদা করতেন অয়ন শীল? ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Continues below advertisement
Recruitment Scam: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ছকেই কালো টাকা সাদা করতেন নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল (Ayan Sil)? ইডির (ED) হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডির স্ক্যানারে এবার অয়ন শীল ঘনিষ্ঠরা। নিজের আত্মীয় স্বজন, পরিচারক, অধস্তন কর্মীদের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা অন্যত্র সরিয়েছেন অয়ন, দাবি ইডি-র। সূত্রের দাবি, শুধু তাই নয়, সেই টাকায় একাধিক জমি সম্পত্তিও কিনেছেন অয়ন। যৌথ মালিকানাতেও কেনা হয়েছে অনেক সম্পত্তি, এমনটাই দাবি ইডি সূত্রে। এফডি ব্লকের অফিসে হানা দিয়ে এমন বহু নথি এখন হাতে এসেছে, দাবি তদন্তকারী সংস্থার।
Continues below advertisement