Fire Incident: আজ ফের আগুন আতঙ্ক হাওড়ার ডোমজুড়ে, কাটলিয়ায় একটি বন্ধ গুদামে আগুন | ABP Ananda live
ABP Ananda Live: গতকালের পর আজ ফের আগুন আতঙ্ক হাওড়ার ডোমজুড়ে। সকাল ৯টা ডোমজুড়ের কাটলিয়ায় একটি বন্ধ গুদামে আগুন লাগে। প্রচুর পরিমাণে রাবার ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা গুদাম। দমকলের ২টি ইঞ্জিন আধঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের কারখানায় টিনের ছাউনি তৈরির কাজ চলছে। গ্যাস কাটার দিয়ে কাটার সময় আগুনের ফুলকি ছিটকে মজুত রাবারের ওপর পড়ায় আগুন ধরে যায় বলে প্রাথমিক অনুমান দমকলের।
"ওঁরা বসে বসে বিরিয়ানি খাবেন, চা-বিস্কুট খাবেন ? আমাদের পেটে খিদে নেই ? আমরা ছেড়ে দেব না। এর শেষ দেখে ছাড়ব। কমিশন, পর্ষদ কাউকে ছেড়ে কথা বলব না। আগুন জ্বলে যাব।" ঠিক এভাবেই হুঙ্কার ছাড়লেন আন্দোলনরত এক চাকরিহারা। গতকাল রাতটা রাজপথেই খোলা আকাশের নীচে কেটেছে আন্দোলনকারীদের। আজও সেই আন্দোলন জারি আছে। সল্টলেকে আচার্য সদনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। রাতভর দফতরেই আটকে SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ আধিকারিকরা। অন্যদিকে, করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চলছে চাকরিহারা অশিক্ষক কর্মীদের অবস্থান-বিক্ষোভ। চাকরি ফেরতের দাবিতে গতকাল সন্ধে ৭টা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন অশিক্ষক কর্মী। বাইরে অবস্থান করছেন চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D কর্মীরা। চাকরিহারাদের অভিযোগ, অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয় ? প্রশ্ন তুলেছেন তাঁরা।