Gas Leakage: রান্নার গ্যাসের সিলিন্ডার লিক, দমবন্ধ হয়ে জোড়া মৃত্যু দুর্গাপুরে। ABP Ananda Live

দুর্গাপুর শহরে মিষ্টির দোকানের গুদামে রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে দমবন্ধ হয়ে জোড়া মৃত্যু। দোকানের পিছনে ওই গুদামে রাতে ঘুমিয়েছিলেন ৮ জন কর্মচারী। মাঝরাতে তাঁদেরই একজন ফোন করে বিষয়টি দোকান মালিককে জানান। গুদামের  দরজা ভেঙে গুরুতর অসুস্থ অবস্থায় ৮ জনকে হাসপাতালে নিয়ে গেলে, ২ জনের মৃত্যু হয়। এখনও চিকিৎসাধীন আরও ৬ জন কর্মচারী। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের দাবি, গুদামে শুধু গ্যাস সিলিন্ডার নয়, একটি নিভন্ত উনুনও ছিল। সেখান থেকে বেরোনো ধোঁয়ার কারণেও এই ঘটনা ঘটতে পারে অনুমান। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola