Dr Rajat Shubhro: লালবাজার থেকে ছাড়া পেয়েই ক্ষোভ উগরে দিলেন চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় । কী বললেন ? | ABP Ananda LIVE
ABP ANANDA LIVE: সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে এসেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে গ্রেফতার হন। এবার লালবাজার থেকে ছাড়া পেয়েই ক্ষোভ উগরে দিলেন চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়।
কেলগ কলেজে আমি তো প্রশ্ন করেছি।..আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে ! এখানে সবাইকে লেজ নেড়ে বলতে হবে সাদা। সত্য কথা। আমি ওখানে প্রশ্ন করেছিলাম। উনি জবাব দিতে পারেননি। পাশ থেকে ওকে কে কী বলেছে, আক্রমণ করেছে,..আক্রমণ তো ফেস করতেই হবে। চিকিৎসকের অভিযোগ সেই ঘটনারই পরই পাল্টা তাঁকে 'হ্যারাস' করা হচ্ছে। ওই জন্য মেডিক্যাল কাউন্সিল চিঠি দিচ্ছে। আরও হয়তো ১০ টা চিঠি আসবে। চিঠি দিয়ে তো কোনও লাভ নেই। আমি প্র্যাকটিসই করি না। আপনি আমার কীসের রেজিস্ট্রেশন ধরবেন ?' তিনি আরও গুরুতর অভিযোগ তোলেন এদিন। আমাকে গ্রেফতার শুধু করেনি, জঘন্যভাবে তুলে নিয়ে গিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে।.. আমি বিজেপির লিগ্যাল সেলকে বলেছি। বিজেপি আমাকে সাহায্য করবে এব্যাপারে। কোর্টে তো নিশ্চয়ই যাব।' সঙ্গে স্পষ্ট করে দেন। আমি ব্রিটিশ সিটিজেন। আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নই। আমার পাসপোর্ট বিট্রিশ। আজকে ওরা যেটা আমার সঙ্গে যেটা করেছে, এটা ওদের জবাব দিতে হবে।'