Shanku Deb Panda: 'DRDO-র প্রকল্পের জমি দখল করে তোলাবাজি' ! TMC-র বিরুদ্ধে বিস্ফোরক শঙকুদেব

Continues below advertisement

DRDO Land Occupied Controversy : ফের তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এবার কাঁথির তৃণমূল নেতার বিরুদ্ধে, জুনপুটে DRDO-র প্রকল্পের জমি দখল করে তোলাবাজির অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙকুদেব পাণ্ডা। যদিও, অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতার পাল্টা দাবি, ওই জায়গায় DRDO-র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হলে বহু মানুষের জীবন-জীবিকা নিয়ে সংশয় তৈরি হবে।

বিজেপি নেতা  শঙ্কুদেব পাণ্ডা বলেন, ডিফেন্সের জমি অধিগ্রহণ করে, ডিফেন্সের DRDO-র বিজ্ঞানীদের দফায় দফায় অত্য়াচার করে, তারা যাতে প্রজেক্ট না করতে পারে, তার জন্য় সেখান থেকে তাড়ানোর ব্য়বস্থা করা হয়েছে। এবার DRDO-র প্রকল্পের জমি দখল করে তোলাবাজির অভিযোগ। আর কাঁথির এক তৃণমূল নেতার বিরুদ্ধে এই চাঞ্চল্য়কর অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। 
 প্রতিরক্ষা মন্ত্রকের অধীন DRDO পূর্ব মেদিনীপুরের জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে, বিজেপি নেতা শঙকুদেব পাণ্ডার অভিযোগ তোলেন, DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভলপমেন্ট অর্গ্য়ানাইজেশনের জমি দখল করে, তোলা চাইছেন কাঁথির তৃণমূল নেতা। 
 বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা বলেন, 'আমাদের ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ সংস্থা, যারা ভারতের সুরক্ষা নিয়ে সবথেকে বেশি কাজ করে, যার নাম DRDO... সেই অর্গ্য়ানাইজেশনের একটা বিশেষ প্রকল্প, এই জুনপুটে হতে চলেছিল। যা আগামীকাল থেকে, ১৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত হত। এই প্রকল্প হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল কলিশন সিস্টেম।... আমি নির্দিষ্টভাবে অভিযোগ করছি, এই সোহেল, আমিন সোহেল, বড় নেতা তৃণমূল কংগ্রেস, এর নেতৃত্বে এই জমি অধিগ্রহণ করে ফেলা হয়েছে। এলাকায় শুঁটকি মাছের ব্য়বসার নাম করে, ডিফেন্সের জমি, মিসাইল সেট আপের জমির মধ্য়ে শুঁটকি মাছ শুকোনো হচ্ছে। DRDO-র এই প্রকল্প তবেই উনি করতে দেবেন, যদি ওনাকে তোলা দেওয়া হয়।' ABP Ananda LIVE 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram