Drinking Water Problem: পানীয় জলের সমস্য়ায় সরব শান্তিপুরবাসী। ABP Ananda Live

West Bengal News: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) কড়া সমালোচনার পর এলাকায় পানীয় জলের সমস্য়ার কথা স্বীকার করলেন শান্তিপুর পুরসভার পুরপ্রধান। পানীয় জলের অভাবের অভিযোগকে সামনে রেখে সরব হলেন এলাকার বাসিন্দাদের একাংশ। অন্য়দিকে, রানাঘাটের কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়ায় আবর্জনার নিয়ে পুরপ্রশাসকের দিকে আঙুল তুললেন কুপার্সের প্রাক্তন উপপুরপ্রধান। 

বেআইনি নির্মাণ থেকে বেহাল নিকাশি ব্য়াবস্থা...পুর পরিষেবা নিয়ে সোমবার কাউন্সিলর থেকে পুর পুরপ্রধানদের একাংশের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 
সরব হন নদিয়ার শান্তিপুর পুর এলাকায় জল সরবারহের সমস্য়া নিয়েও। মুখ্য়মন্ত্রীর এই কড়া মন্তব্য়ের পরই ফের একবার পরিশ্রুত জলের অভাবের অভিযোগে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।  শান্তিপুর পুরসভার ১ এবং ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুরসভার কল থাকলেও তাতে জল নেই। তাই বাধ্য় হয়ে কিনে খেতে হচ্ছে জল।  ব 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola