Drone Attack: কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত জঙ্গি আল জাওয়াহিরি

কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত জঙ্গি আল জাওয়াহিরি। ৯/১১ হামলার মাস্টারমাইন্ড ছিল আল জাওয়াহিরি। কাবুলে জাওয়াহিরির ডেরায় রকেট হামলা। রবিবার সকালে গোপন ডেরার বারান্দায় এসে দাঁড়ানো মাত্রই রকেট হামলা। একসঙ্গে একজোড়া হেলবয় মিসাইল ছোড়ে মার্কিন ড্রোন। জোড়া ড্রোন হামলায় মৃত্যু জঙ্গি আল জাওয়াহিরির। এই ড্রোন হামলায় কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি, দাবি আমেরিকার। ৯/১১-র বদলা এতদিনে সম্পূর্ণ হল, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। মার্কিন ড্রোন হামলার সমালোচনায় তালিবান। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola