Malda : মালদার স্কুলের বন্দুকবাজকে পাকড়াও করে 'হিরো' DSP আজহারউদ্দিন, কী বলছেন তাঁর পরিবার ?
এবার বাংলার স্কুলেও বন্দুকবাজ। পিস্তল, ছুরি, পেট্রোল বোমা নিয়ে চড়াও। পুরাতন মালদার স্কুলে পিস্তল, ছুরি, বোমা নিয়ে পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা। জোড়া পিস্তল, ছুরি, বোতলভর্তি পেট্রোল-সহ অভিযুক্ত আটক। ঝাঁপিয়ে পড়ে বন্দুকবাজকে ক্লাস থেকেই আটক করলেন ডিএসপি।