Farmer Crisis: প্রচণ্ড তাপে বিঘার পর বিঘা ধান গাছের ক্ষতি, মাথায় হাত চাষীদের
জ্বালাপোড়া গরম। তার ওপর দেখা নেই বৃষ্টি। চরম সমস্য়ায় পড়েছেন কৃষকরা। প্রচণ্ড তাপে, হাওড়ার আমতায় বিস্তীর্ণ এলাকায় ধানের শীষ সাদা হয়ে গেছে। বিঘার পর বিঘা ধান গাছ নষ্ট হয়ে গেছে। মাথায় হাত চাষীদের। ইতিমধ্য়েই কৃষি দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদরশন করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছত্রাক ঝলসা রোগে আক্রান্ত হয়েছে এইসব ধানের শীষ। মূলত, তাপমাত্রার হঠাৎ ওঠানামার ফলেই বেশি পরিমাণ জমিতে সংক্রমণ ছড়িয়েছে। ধানের শীষের নমুনা সংগ্রহ করেেছেন আধিকারিকরা।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News