Gangasagar: গঙ্গাসাগর মেলা শুরুর দিনই অস্থায়ী ভেসেল কর্মীদের কর্মবিরতি, ব্যাহত পরিষেবা

আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। তার আগে স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে সাগরের কচুবেড়িয়াতে ব্যাহত হয় ভেসেল পরিষেবা। আটকে পড়েন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার্থীরা। ভোর সাড়ে ৫টা থেকে প্রায় দেড়ঘণ্টা টানাপোড়েন চলার পর, প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতায় সকাল ৭টা থেকে ফের শুরু হয় ভেসেল চলাচল। যদিও সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো নিয়ে সংশয় প্রকাশ করেন পরীক্ষার্থীরা। এই পরিস্থিতিতে অস্থায়ী ভেসেল কর্মীদের নিয়ে আজ বৈঠকে বসবেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা ও ভূতল পরিবহণ নিগমের আধিকারিকরা।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola