Suvendu Adhikari: 'দুলাল দাসের রিসর্ট সরকারি টাকায় সারানো হচ্ছে কেন?' টুইট-তোপ শুভেন্দুর। Bangla News
Continues below advertisement
এবার মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাসকে নিশানা শুভেন্দু অধিকারীর। ‘যখন রাজ্য আর্থিক ভাবে প্রায় দেউলিয়া, ডিএ দিতে পারছে না সরকার। রাস্তা সারাই হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না। তখন তৃণমূল বিধায়ক দুলাল দাসের রিসর্ট সরকারি টাকায় সারানো হচ্ছে। কারণ রাজ্যের ভিভিআইপি গেস্ট সেখানে থাকবেন। এটা কি ঠিক হচ্ছে?’, ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News Dulal Das ABP Ananda LIVE Suvendu Adhikari ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Bengali News