CBI Chargesheet: 'দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে ২৯জনকে নিয়োগ', চার্জশিটে বিস্ফোরক দাবি CBI-র
CBI On Municipal Corruption Case পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের প্রথম চার্জশিট। চার্জশিটে নাম দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচুগোপাল রায়ের। 'করোনা-কালে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে ২৯জনকে নিয়োগ' । একই দিনে বিজ্ঞপ্তি জারি, নিয়োগপত্র এবং নিয়োগ! চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। একদিনে কীভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া? কে নির্দেশ দিয়েছিলেন? জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি পাচু রায়, চার্জশিটে দাবি সিবিআইয়ের। চার্জশিটে পাচুগোপাল রায়কে অভিযুক্ত হিসেবে উল্লেখ সিবিআইয়ের। অয়ন শীল, পাচু রায়-সহ একাধিক সংস্থার নাম চার্জশিটে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, একদিনে কীভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তার সদুত্তর দিতে পারেননি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়। পুরসভায় নিয়োগের এই নির্দেশ কে দিয়েছিল? কত টাকার লেনদেন হয়েছিল? এসব জানতে তদন্ত চলবে বলে আলিপুরের বিশেষ আদালতে জানিয়েছে CBI.পুরনো ঘটনা, নথি না দেখে বলতে পারব না, প্রতিক্রিয়া পাচু রায়ের। ABP Ananda LIVE