Dumdum Dacoity News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর দমদম, এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর দমদম, এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি! বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠ! গভীর রাতে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে লুঠপাঠের অভিযোগ । হেলমেট পরা সশস্ত্র ডাকাতদলের হানা, ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুঠ! 'জানালার গ্রিল কেটে বাড়ির ভিতরে ঢোকে ৭জনের ডাকাতদল' । ভাড়াটে না থাকার সুযোগে একতলার গ্রিল কেটে লুঠপাটের অভিযোগ । ৭৫ বছরের গৃহকর্তা পক্ষাঘাতগ্রস্ত, কর্মসূত্র ছেলে থাকেন মহারাষ্ট্রে। হেলমেট পরা ডাকাতদলের চড়াও হওয়ার ছবি সিসি ক্যামেরাবন্দি! । ৫দিন পার, সেন্ট্রাল অ্যাভেনিউয়ে এখনও অধরা দুষ্কৃতী, এবার দমদমে ডাকাতি!

ভোর ৫.৩৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লির মাটি

দিল্লির পর বিহার। ভোর হতে না হতেই  কেঁপে ওঠে রাজধানী দিল্লি, নয়ডা,ফরিদাবাদ,গাজিয়াবাদ , গুরুগ্রাম  বিভিন্ন এলাকা।ভোর ৫.৩৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লির মাটি।  আর তার কয়েক ঘণ্টার মধ্যেই বিহারের সিওয়ানে রিখটার স্কেলে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। National Centre for Seismology-র দেওয়া তথ্য অনুযায়ী,  ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola