Durga Puja 2022:ঘরে ঘরে শোলার কাজ, শপিং মলের মতোই হইচই, পূর্ব বর্ধমানের বনকাপাসি গ্রামে। Bangla News
Continues below advertisement
দুর্গাপুজো মানেই নতুন নতুন গন্ধ। জামা কাপড়, ঝলমলে পোশাকে সেজে ওঠা। আর তা কিনতেই শপিংমল গুলোতে এখন উপচে পরা ভিড়। কিন্তু দুর্গা মা আর তাঁর ছেলে-মেয়েদের শপিং কোথা থেকে হবে ?
আসুন বনকাপাসিতে। পূর্ব বর্ধমানেই এই গ্রামে এখন উপছে পড়া ভিড়। এখানে এখন সাজো সাজো রব। নিপুণ হস্তে প্রতিমার সাজ তৈরিতে ব্যস্ত এখানে শিল্পীরা। প্রতিমার পোশাক পছন্দ করতে পুজো উদ্যোক্তারা ভিড় জমেছে বনকাপাসিতে।
শোলার সাজের গ্রাম হিসেবে পরিচিত পূর্ব বর্ধমানের এই বনকাপাসি । প্রতিটি ঘরে ঘরেই তৈরি হয় শোলার সাজ। পুজোর আগে তাই এই গ্রামে শপিং মলের মতোই হইচই। তবে এখানে মানুষের নয়, শুধু ঠাকুরের পোশাক পাওয়া যা, এই আর কী। আর তার জন্যই কলকাতা থেকেও আসছে অর্ডার।
Continues below advertisement
Tags :
Banedi Barir Pujo ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews DurgaPuja DurgaPuja2022 Shola EastBurdwan Gram Banglar Pujo